তারিখ : ২২ মে, ২০২৩
________________ নোটিশ ________________
বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শ্রেনির ছাত্র-ছাত্রীদের অবগতির জানানো যাচ্ছ যে, আগামী ২৪ শে মে তারিখ হতে স্কুলে শ্রেনি কার্যক্রম চালু হবে।সকল শিক্ষার্থীদেরকে ক্লাশে অংশ নিতে নির্দেশ প্রদান করা যাচ্ছে।এ বিষয়ে সকল অভিভাবকবৃন্দের আন্তরিরক সহযোগিতা কামনা করছি।
প্রধান শিক্ষক।